ইনসাইড গ্রাউন্ড

নিজ নিজ ম্যাচে রাতে মাঠে নামছে ম্যান সিটি ও লিভারপুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2017


Thumbnail

আজ রাতে আবারও ফিরছে ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্ব লড়াইয়ের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ। রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ডের দুই সেরা ক্লাব ম্যান  সিটি ও লিভারপুল।

ম্যান সিটি-নাপোলি
ইতিহাদ স্টেডিয়ামে এই মৌসুমে এক মুর্তিমান আতংকের নাম ম্যান সিটি। আর তাদের সামনেই পরেছে ইতালিয়ান সিরি আ’তে দারুণ খেলতে থাকা নাপোলি। কিছুদিন আগেই তারা জুভেন্টাসকে হারিয়েছিল ২-১ গোলের ব্যবধানে। তাদের স্ট্রাইকার চিরো ইমোবিল আছে সেরা ফর্মে। তাই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলা যায়।

এদিকে ম্যান সিটি রীতিমত উড়ছে। তারা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা আরও মজবুত করার জন্য নিজেদের সেরাটাই খেলবে।

মারিবর-লিভারপুল
চলতি মৌসুমে লিভারপুলের অবস্থা খুব একটা ভালো নয় এখন অবধি। আর এমন সময়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ তারা লড়বে তুলনামূলক কম শক্তিধর দল মারিবরের। আর ম্যাচটি মারিবরের হোম ম্যাচ। তাই তারা অঘটন ঘটিয়ে ফেললে অবাক হবার কিছু নেই।

মারিবর চাইবে নিজেদের মাঠে জিততে। কিন্তু লিভারপুলও জয়ের জন্যই খেলবে কারণ প্রতিযোগিতায় টিকতে হলে আজ জয়ের বিকল্প কিছু নেই তাদের। তাই অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে নামবে লিভারপুল। তার উপর আজ নেই ইনজুরি আক্রান্ত উইঙ্গার সাদিও মানে। তাই কিছুটা সমস্যায় পড়তে হতে পারে অল রেডদের। তবে শেষ হাসি কারা হাসবে সেটা সময়ই বলে দিবে।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭