কালার ইনসাইড

যেভাবে বুলিংয়ের ক্ষত থেকে সেরে উঠেছেন সাফা কবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

২০১৪ সালে এয়ারটেল একটি বিজ্ঞাপন দিয়ে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। এরপর আদনান আল রাজীবের `অলটাইম দৌড়ের উপর` টেলিফিল্মের মাধ্যমে অভিনয় শুরু করেন। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে সাফা কবির বেশ জনপ্রিয়। তবে ২০১৯ সালে ফেসবুকে ভয়াবহ বুলিংয়ের শিকার হয়েছিলেন সাফা কবির। 

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা বলেন, `আমার ভীষণ অভিমান হয়েছিল তখন। আমার নামের সঙ্গে কবির আছে বলে, জন কবির ভাইকে আমার পরিবারের সদস্য বানিয়ে দেওয়া হয়েছিল। অন্য যাদের নামের সঙ্গে কবির আছে, তাদেরও আমার পরিবারের সদস্য বানিয়ে দেওয়া হলো! মজা করার জন্য এমন অসুস্থ কাণ্ড কেউ করতে পারে এটা আমি ভাবতেও পারি না।` 

বুলিংয়ের ক্ষত কীভাবে সারিয়ে ওঠেন? জানতে চাইলে সাফা বলেন, `আমার অভিনয় অনেক মানুষ ভালোবাসেন। এ রকম অনেকেই নিজের জীবনের মূল্যবান সময় ব্যয় করে আমাকে নিয়ে ভালো ভালো কথা লেখেন। এগুলোই আমাকে বুলিংয়ের ক্ষত থেকে সারিয়ে তুলতে সহযোগিতা করে। নেতিবাচক মন্তব্যগুলো এড়িয়ে ইতিবাচকগুলো থেকে অনুপ্রাণিত হতে চেষ্টা করি।`

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭