ওয়ার্ল্ড ইনসাইড

ফাইজারের করোনা টিকার ৫০ কোটি ডোজ পাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রেরর ওষুধ প্রস্ততকারক সংস্থা ফাইজার এর তৈরি করোনা টিকা ভারতের ডেল্টা ভেরিয়েন্ট এর বিপক্ষে ‘দারুণ কার্যকর’ বলে জানিয়েছে কোম্পানিটি। সেই ফাইজারের ৫০ কোটি ডোজ করোনা টিকা আসছে ভারতে।

যুক্তরাষ্ট্রের প্রথম দফা করোনাভাইরাসের টিকা বণ্টনে ভারতের ভাগে পড়েছিল সামান্য। এবার সেই টিকা স্বল্প খরচে ভারতে নিয়ে আসার ব্যাপারে সব রকম ব্যবস্থা করতে চলেছে জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, ফাইজারের ৫০ কোটি ডোজ ভারতের জন্য আসছে। ঠিক করা হয়েছে, এ বছরের শেষে ২০ কোটি এবং আগামী বছরের শুরুর দিকে ৩০ কোটি ডোজ ভারত পাবে।

এদিকে করোনার এই নতুন প্রজাতি ভারতে মহামারির দ্বিতীয় তরঙ্গের জন্য দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফাইজারের তরফ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়ার জন্য তাদের তৈরি প্রতিষেধক উপযুক্ত। এটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় এক মাস সংরক্ষণ করা যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭