ইনসাইড গ্রাউন্ড

বেতন বাড়ছে ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

করোনা মহামারির সময়ে বিভিন্ন দেশের বোর্ড ক্রিকেটারদের পারিশ্রমিক কাটছাঁট করছে। শ্রীলঙ্কান ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে তো ঘটে গেল লঙ্কাকাণ্ডও। তবে সেই পথে হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বরং চলতি বছরে ক্রিকেটারদের বেতন বাড়াচ্ছে বিসিবি।

নতুন চুক্তিতে তামিম ইকবাল-মমিনুল হকদের বেতন বাড়ছে ১০ থেকে ২০ শতাংশ। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ প্রস্তাবে সম্মতিও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান।

কিছুদিন আগেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্রিকেটাররা আপাতত ব্যস্ত আছেন ঘরোয়া ক্রিকেট নিয়ে। সাকিব আল হাসান ছাড়া বর্তমানে সবাই ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। এ বছর বেশ ব্যস্ত সূচী অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়াও বেশ কয়েকটি বড় দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭