ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

বাংলাদেশ সময় বিকাল ৪টায় ইংল্যান্ডের সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। কিন্তু ম্যাচ শুরুর আগেই বৃষ্টি শুরু হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে টসও হয়নি। অলস সময় পার করছেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলের ক্রিকেটাররা।

ম্যাচ শুরুর আগেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল- বৃষ্টি হতে পারে ইংল্যান্ডে। আর সেসব মাথায় রেখেই নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে তথা বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। ভারি বৃষ্টির কারণে উইকেট কাভার্ড দিয়ে ঢেকে রাখা হয়েছে। 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৪৪ বছরে এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। প্রথম আসরে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭