লিভিং ইনসাইড

কোন সময়ের বন্ধু প্রকৃত বন্ধু!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2017


Thumbnail

পড়াশোনা বা কাজের সুবাদে একজনের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পার করলেই আমরা তাকে বন্ধু বলি। অথচ কলেজের গন্ডি পার হওয়া মাত্রই, বন্ধুর সঙ্গে যোগাযোগের আগ্রহ হারিয়ে ফেলি। ব্যপারটা এমন, যেন চোখের আড়াল হলেই বন্ধু মনের আড়াল হয়ে যায়। আদৌ সে কি বন্ধু ছিল, নাকি শুধুই নির্ভরশীলতা? মানুষভেদে বন্ধুত্বের সংজ্ঞা এবং ধরণ হয় ভিন্ন। বন্ধু হতে পারে এমন কেউ যে সারাক্ষণ ছায়ার মতো আগলে রাখবে। অথবা যে নিজের আগে আমার কথা ভাববে। আবার বন্ধু হতে পারে সেজনও, যে দূরে থেকেও মায়ার বন্ধনকে হালকা হতে দেবে না একটুকুও। প্রকৃত বন্ধুর খোঁজ মিলতে পারে যেকোনো জায়গায়। তবে প্রাইভেসির এই যুগে পাশের ফ্ল্যাটে কে থাকে তারই যখন খোঁজ মেলে না, তখন বন্ধু খুঁজবেন কোথায়? 

জীবনে আনন্দের সম্ভাবনা নিয়ে আসে বন্ধু। মনোবিজ্ঞানীদের মতে, সুস্থ মানসিকতার জন্য একজন ভালো বন্ধু খুবই জরুরি। তবে কোন সময়ের বন্ধুরা হয় ভালো বন্ধু? ছেলেবেলার না প্রাপ্ত বয়সের? 

ছোটবেলায় বন্ধুত্বের সঠিক পরিচয় জানা না থাকলেও মন থাকে কোমল। তখন নিজের স্বার্থে বন্ধুত্ব করা কিংবা বন্ধুর চেয়ে এগিয়ে যাওয়ার মতো মানসিকতা কাজ করে না। তখন বন্ধুর জন্য নিজেকে উজাড় করতেই মন চায়। কারও জন্য নাকি তরুণ বয়সের বন্ধুত্বই বেস্ট। টেস্ট, প্রিটেস্টের ধকল টানায় সহযোগী হয়ে, বন্ধু হয়ে ওঠে আপন। তাইতো সেই বন্ধুকে চাই কলেজেও। শুধু আড্ডাবাজি বা ঘুরে বেড়াতে নয়, ভবিষ্যৎ গড়ার অংক মেলাতেও সাহায্য করে বন্ধু। এই সময়ের বন্ধুরা, আপনার ভাঙ্গা গড়ার সাক্ষী থাকে। তাই দুঃসময়ে হাত ছেড়ে দেওয়ার মতো বন্ধু, এরা সাধারণত হয় না। ঠিক যেন আলী যাকের ও আসাদুজ্জামান নূরের মতো। ছোট বেলার হাত ধরে হাঁটা এই দুই বন্ধু, এখনো কর্মক্ষেত্রে পাশাপাশি আছে একে অন্যের। হয়তো সময়ের কারণে প্রতিদিন হয় না দেখা, তারপরও বন্ধুর দু:সময়ে ছুটে যান দুজনই। 

বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা নাকি শুধু হয় মতলববাজ। সেমিস্টার শেষ তো বন্ধুত্বও শেষ। চাকরি ক্ষেত্রে গড়ে ওঠা বন্ধুটিও নাকি হয় এমনই। কীভাবে প্রোমোশন ছিনিয়ে নেবে তাই হয় উদ্দেশ্য। আসলেই কি তাই, নাকি বাস্তবার কঠোরতায় চাপা পড়ে বন্ধু মনের কোমলতা? এই সময়ের বন্ধুরা জীবন গোছাতে থাকে ব্যস্ত। আবেগের চেয়ে বাস্তবতা যে বেশি মুল্যবান তারা তা জানে। তাই নিজেকে যেখানে সময় দিতে উদাসীন, সেখানে বন্ধুত্বের জন্য সময় কোথায়? হয়তো তারাও ভোগে একাকিত্বে কিন্তু ব্যস্ততা সেই অভাবকেও ভুলিয়ে দেয়। 

কঠিন হলেও প্রাপ্ত বয়সের এই বন্ধুত্বের ভিত্তি হতে পারে খুব শক্ত। অফিসের পার্টনার হয়ে বন্ধু হতে পারে আস্থার সঙ্গী। কঠিন সময়ের অ্যাডভাইজার হয়েও, হতে পারে আদর্শ ব্যাক্তিত্ব। এই যেমন ইমপ্রেস গ্রুপ। পাঁচ বন্ধুর হাতে গড়া এই প্রতিষ্ঠানটি আজ হয়ে উঠেছে একদল সার্থক ব্যবসায়ীদের উদাহরণ। এত বছরেও বন্ধুত্বে ফাটল ধরাতে পারেনি কোনো কিছুই। বরং সম্পর্ক হয়েছে আরও গভীর। সুতরাং সম্ভব সবই, যদি বন্ধুদের মধ্যে থাকে শ্রদ্ধা ও ভক্তি। 

বন্ধু থাকবে সবখানেই, তবে তাকে কীভাবে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ করবেন তা জানা চাই। তাহলেই শুধু বন্ধুটিও হয়ে যেতে পারে আপনার সবচেয়ে ভালো বন্ধু। 

বাংলা ইনসাইডার/এমএ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭