ওয়ার্ল্ড ইনসাইড

জার্মানিতে গুলি করে দুজনকে হত্যার পর, হামলাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

জার্মানির একটি শহরে এক নারী ও এক পুরুষকে গুলি করে হত্যা করা হয়েছে৷ ঘটনার পরেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ হত্যার কারণ জানা যায়নি৷ এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে মনে করছে পুলিশ৷

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে জার্মানির হানোফার থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমের এজপেলকাম্প শহরে এই ঘটনা ঘটে৷

একজনকে একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে, আরেকজনকে কাছের এক রাস্তায় গুলি করা হয়৷ তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি৷

আটক ব্যক্তির বয়স ৫২৷ তিনি ডিপেনাও নামের আরেক শহরের বাসিন্দা৷

পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে মনে করছেন স্থানীয় পুলিশের এক কর্মকর্তা৷

২০০২ সালে ১৯ বছর বয়সী এক কিশোরের হাতে ১৬ জন এবং ২০০৯ সালে টিম ক্রেচমার নামক ১৭ বছর বয়সীর হাতে ১৫ জন সাধারণের মৃত্যুর ঘটনায় জার্মানিতে কঠোর বন্দুক আইন প্রণয়ন করা হয়। এর ফলে জার্মানিতে এখন ইউরোপের অন্যতম শক্তিশালী বন্দুক আইন বিদ্যমান৷ ২৫ বছরের কমবয়সি কেউ বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করলে তাকে মানসিক পরীক্ষায় পাস করতে হয়৷



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭