ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টিতে ভেস্তে গেল ফাইনালের প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

বৃষ্টিতে ভেস্তে গেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব না হলে পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা।

প্রায় আড়াই বছরের প্রতিযোগিতা শেষে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুক্রবার (১৮ জুন) শিরোপার লড়াইয়ে নামার কথা ছিল ভারত ও নিউজিল্যান্ড। তবে সকাল থেকে বৃষ্টি বাগড়া দেয়ায় মাঠে গড়ায়নি একটি বলও। এমনকি হয়নি ফাইনালের টসও।

বেশ কয়েকবার বৃষ্টি থামলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। এর মাঝে জানা যায় বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা মাঠে গড়াচ্ছে না। এরপর আরেক দফায় বৃষ্টি থামলে আশায় বুক বাঁধতে থাকে ক্রিকেটার ও সমর্থকরা।

যদিও সেই আশায় গুড়েবালি দিয়েছে বৃষ্টি। স্থানীয় সময় দুপুর তিনটা নাগাদ মাঠ পরিদর্শনে যান ম্যাচ অফিসিয়ালরা। তবে খেলার মতো উপযুক্ত অবস্থা না থাকায় প্রথম দিনের খেলা স্থগিত করতে বাধ্য হন তাঁরা।

এদিকে ফাইনালের আগেরদিনই নিজেদের একাদশ ঘোষণা করেছে ভারত। এখন পর্যন্ত টস না হওয়ায় চাইলে একাদশ পরিবর্তন করতে পারবে বিরাট কোহলি। তবে নিজেদের পরিকল্পনা পরিবর্তন করবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিন টস হওয়ার আগ পর্যন্ত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭