ইনসাইড গ্রাউন্ড

বার্নাব্যুতে আজ রোনালদো-কেইন লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2017


Thumbnail

বিরতি শেষে আজ রাতে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, নাপোলি, বরুশিয়া ডটমুন্ড, পোর্তো, সেভিয়ায় মতো হেভিওয়েটরা।

তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে সান্তিয়াগো বার্নাব্যু। যেখানে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বদলে যাওয়া টটেনহাম হটস্পার। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে টেন২।  

তিন মৌসুম ধরে ধারাবাহিকভাবে ভালো করা ইংলিশ ক্লাবটি এবার যে আরো দুর্দান্ত! গত দেড়মাস ধরে অপরাজিত থাকা টটেনহাম শেষ ৯ ম্যাচে দুই ড্রয়ের বিপরীতে সাতটিতেই জয় তুলে নিয়েছে। লন্ডনের দলটিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন স্ট্রাইকার হ্যারি কেইন। দুই ম্যাচে ৫বার বল জালে জড়িয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতা তিনিই।

এদিকে রিয়াল শিবিরে করিম বেনজেমা ফিরলেও পুরোপুরি সেরে না ওঠায় নিজের সাবেক ক্লাবের বিপক্ষে আজ মাঠে নামা হচ্ছে না গ্যারেথ বেলের। ‘বিবিসি ত্রয়ীর’ একজনের প্রত্যাবর্তনের বিপরীতে আরেকজনের না থাকাটা তাই রিয়ালকে বেশ চাপেই রাখবে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় জিনেদিন জিদানের দল। সেই রাতে জার্মান জায়ান্ট বরুশিয়া ডটমুর্ন্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করে টটেনহাম। পরের ম্যাচেও প্রতিপক্ষের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরে দু’দল।

ইউরোপের মঞ্চে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল রিয়াল-টটেনহ্যাম। যেখানে দুই লেগ মিলিয়ে পাঁচ গোল করে শতভাগ জয়ের রেকর্ড রিয়ালের। তবে অতীত ইতিহাস ভুলে আজ এক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচই দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। 


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭