ইনসাইড গ্রাউন্ড

স্লোভাকিয়াকে হারিয়ে নক আউট পর্বের আশা বাঁচিয়ে রাখল সুইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

ম্যাচের অনেকটা সময় গোলের জন্য লড়াই করল দুই দল। স্পটকিকে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলেন এমিল ফর্সবার্গ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্লোভাকিয়াকে হারিয়ে নক আউট পর্বের আশাও উজ্জ্বল করল সুইডেন।

রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে শুক্রবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে সুইডেন। ম্যাচের মীমাংসা করে দিয়েছে একটি পেনাল্টি। ৭৪ মিনিটে আলেক্সান্ডার ইসাকের সুবাদে স্লোভাকিয়ার ডি-বক্সে দারুণ সুযোগ পেয়েছিলেন রবিন কোয়াইসন। তাঁকে আটকাতে পড়িমরি করে ছুটে আসেন গোলকিপার ডুব্রাভকা। কিন্তু তাঁকে ঠেকাতে পারেননি বৈধভাবে। পেনাল্টি থেকে এমিল ফোর্সবার্গ অমূল্য গোলটি এনে দিয়েছেন। আগের ম্যাচে তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

এ জয়ে আরও একটি বিষয় নিশ্চিত হলো সুইডেনের। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে দলটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭