ওয়ার্ল্ড ইনসাইড

আল-আকসায় আবারও হামলা ইসরায়েলি পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/06/2021


Thumbnail

আল আকসা মসজিদ প্রাঙ্গণে সাধারণ ফিলিস্তিনদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুন) জুম্মার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে মহানবী (সা.) কে অপমানের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করেন। শান্তিপূর্ণ এই মিছিলেই হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

মঙ্গলবারের মিছিলে মহানবী (সা.) কে অপমানের সাথে ‘আরবদের মৃত্যু’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ প্রভৃতি স্লোগান দেন কট্টরপন্থী ইসরায়েলিরা। ইসরায়েলি মিছিলের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যেখানে মহানবী কে নিয়ে বেশ আপত্তিকর কথা বলতে শুনা যায়।

এর প্রতিবাদেই আল আকসায় জড়ো হচ্ছিলো সাধারণ ফিলিস্তিনিরা। মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনদের ওপর হামলা চালায়।

শুক্রবারের হামলায় লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’র এক সাংবাদিক লাতিফেহ আবদেলাতিফ কে আহত করেছে ইসরায়েলই পুলিশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭