ইনসাইড গ্রাউন্ড

‘ম্যাজিকাল‘ মদ্রিচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2017


Thumbnail

তাঁর বল কন্ট্রোল, কলাকৌশল, পাসিং, রিসিভিং সবই অসারধারণ।তাই সমর্থকরাই ভালোবেসে লুকা মদ্রিচকে নাম দিয়েছেন লুকা ‘ম্যাজিকাল’ মদ্রিচ। তিনি যেন ফুটবলের আসল এক যাদুকর। মদ্রিচ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরেই বদলে যায় মাদ্রিদের মাঝমাঠ। নিজে মাঝমাঠের খেলোয়াড় হলেও, তিনি মূলত একজন প্লেমেকার হিসেবে সবার কাছে পরিচিত। 

এই ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ২০১২ সালে টটেনহ্যাম থেকে মাদ্রিদে পাড়ি জমান। তারপর থেকেই রিয়ালকে ইউরোপের শক্তশালী দল করতে সাহায্য করে যাচ্ছেন। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে ৩টি চ্যাম্পিনস লিগ শিরোপা সেই কথারই প্রমাণ দেয়। মাদ্রিদের হয়ে খেলছেন গত ছয়টি মৌসুম ধরে।

হোসে মরিনহোই মদ্রিচকে মাদ্রিদে নিয়ে আসে। সে সময় রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে ২০১১-১২ সালের লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল। কিন্তু মরিনহো মনে করেন তাঁর মিডফিল্ডে আরো ঘনত্ব এবং শক্তিশালী হওয়া প্রয়োজন। তখন তিনি মদ্রিচ মাদ্রিদে সাইন করান। যখন মদ্রিচ তাঁর অভিষেক ম্যাচেই মাদ্রিদকে সুপারকোপা জিতান, তাও আবার বার্সেলোনাকে পরাজিত করে। তখন তাঁর মাদ্রিদ সতীর্থরা তাঁকে ‘লাকি লুকা’ হিসেবে অভিহিত করে।

কিন্তু মাদ্রিদে মদ্রিচের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছিল। ২০১২-১৩ মৌসুমে রিয়াল তাদের মেজর শিরোপাগুলো হাতছাড়া করে। তখন স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ বার্সেলোনার অ্যালেক্স সংকে এগিয়ে রেখে, মদ্রিচকে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে ‘বাজে সাইনিং’ হিসেবে নির্বাচিত করে। যদিও মদ্রিচ সেই মৌসুমে অন্যতম সেরা পারফর্মার ছিল।  



এরপর মরিনহো মাদ্রিদ ছাড়ার পর রিয়ালের কোচ হন কার্লো আনচেলত্তি। তখন অনেকেই আশঙ্কা করেছিল, এবার বুঝি মদ্রিচের মাদ্রিদ ক্যারিয়ারের ইতি হতে যাচ্ছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ধিরে ধীরে আনচেলত্তি’র রিয়াল মাদ্রিদ দলের  অন্যতম সদস্য হয়ে ওঠেন। মাঝমাঠে রিয়াল আরও শক্তিশালী হয়ে ওঠে। একই গোল করানোতে মদ্রিচ দেখাতে থাকেন নিজের কারিশমা। মদ্রিচ মিডফিল্ডার ত্রহেকে হয়ে ওঠেন রিয়ালের অন্যতম প্লেমেকার। মাঝমাঠ নিজের আয়ত্বে রাখা এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকে গোল করতে এবং গোল করাতে মদ্রিচ বেশ পটু।

আর মদ্রিচের সেই ধারাবাহিকতা বর্তমান জিদানের দলের হয়েও অব্যাহত আছে। আর এই কারণেই মদ্রিচকে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হসেবে বিবেচনা করা হয়, এমনি সবার সেরাও।

‘মদ্রিচেই বদলে গেছে মাদ্রিদ’, এমনটা অনেকেই বলে থাকেন। তবে তাঁর পিছনে যথেষ্ট শক্ত যুক্তি আছে। মদ্রিচ মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই রিয়াল তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। সব মিলিয়ে মোট ১২টি শিরোপা।

আর একারণেই সম্ভবত, অন্য কারও থেকে বেশি মদ্রিচই রিয়াল মাদ্রিদকে আবার সেরাদের সেরা করতে সাহয্য করেছে এবং করে যাচ্ছে।


বাংলা ইনসাইডার/ডিআর   

Save

Save



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭