কালার ইনসাইড

কান চলচ্চিত্র উৎসবে `ডিসিশন মেকার` বাংলাদেশের তারেক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2021


Thumbnail

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের `ডিসিশন মেকার` হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের তারেক আহমেদ। কানে এমন আনুষ্ঠানিক দায়িত্ব বাংলাদেশ থেকে তারকে মাহমুদই প্রথম পেয়েছেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তারেক মাহমুদ নিজেই।

তিনি বলেন, `এবার কান ফোকাস করেছে সাউথ এশিয়াকে। তাই তারা আমাকে নির্বাচন করেছে। এখানে আমার কাজ মূলত যারা তথ্যচিত্রের জন্য প্রজেক্ট জমা দেবেন তাদের বিভিন্ন পরামর্শ দেয়া। এই কাজগুলো আমি অনলাইনে করব।`

তারেক মাহমুদ ঢাকা ডকল্যাবের পরিচালক এবং বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কর্মী ও আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সাবেক পরিচালক। 

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠান নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ঢাকা ডকল্যাবের পক্ষ থেকে তিনি জানান, ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ বিশ্বের অন্যতম প্রধান মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে `ডিসিশন মেকার` হিসাবে মনোনীত হয়েছেন।

এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য সুখবর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭