ওয়ার্ল্ড ইনসাইড

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত আন্তোনিও গুতেরেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2021


Thumbnail

জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেলেন অ্যান্তোনিও গুতেরেস।

গত শুক্রবার (১৮ জুন) ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ তাকে এই দায়িত্ব দিয়েছে। এর আগে নিরাপত্তা পরিষদেও তিনি পুন:নির্বাচিত হয়েছিলেন।

২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে তার দ্বিতীয় মেয়াদ শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, চলতি মাসের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য গুতেরেসের নাম সুপারিশ করে। এবার মহাসচিব নির্বাচনে দশজন প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ায় তারা কেউ প্রার্থী হতে পারেননি।

সাধারণ পরিষদে শপথ নেওয়ার পর গুতেরেস বলেছেন, বড় ও ছোট দেশগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি ও বন্ধন তৈরিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭