ওয়ার্ল্ড ইনসাইড

এবার চলচ্চিত্র সেন্সর করবে হংকং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2021


Thumbnail

সম্প্রতি ঘোষিত সেন্সরশিপ বিধি অনুযায়ী জাতীয় নিরাপত্তা আইনের ভিত্তিতে চলচ্চিত্র সেন্সর করবে হংকং সরকার। তবে চলচ্চিত্রগুলোর সেন্সর মনে করে, এই পদক্ষেপ হংকংয়ে গণতান্ত্রিক নীতির উপর আরও একটি আক্রমণ।   এদিকে, হংকং কর্তৃপক্ষ বলেছে, মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই ‘বৈধ সামাজিক স্বার্থ রক্ষার’ সাথে ভারসাম্য

অন্যদিকে, হংকং ফ্রি প্রেস (এইচকেএফপি) জানিয়েছে, ফিল্ম সেন্সরশিপ অধ্যাদেশের নতুন সংশোধনী চলচ্চিত্র সেন্সরশিপ কর্তৃপক্ষকে এমন কোন কাজ বা ক্রিয়াকলাপের চিত্রণের বিরুদ্ধে "সজাগ" থাকার নির্দেশ দেয় যা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার অপরাধের সমান হতে পারে।  

চীনা সরকার এই আইন দিয়ে তাদের সবচেয়ে অবাধ্য সন্তানকে ভাগে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে এই আইনের বিরুদ্ধে হংকংয়ে সর্বশেষ ২০২০ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশগুলো এই আইনের কঠোর বিরোধিতা করলেও চীনা সরকার এইটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে বার বার সতর্ক করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭