ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলে কোপা আয়োজন নিয়ে সমালোচনা করায় নিষিদ্ধ ফুটবলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2021


Thumbnail

শাস্তির মুখে ছিলেন আগে থেকেই। সেটা কেবল নিশ্চিত করল দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ব্রাজিলের ভয়াবহ করোনা পরিস্থিতিতে কোপা আমেরিকা আয়োজন নিয়ে সমালোচনা করে নিষিদ্ধ হয়েছেন বলিভিয়ার ফুটবলার মার্সেলো মার্তিন্স।

তাকে এক ম্যাচ নিষিদ্ধ ও ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম পোস্টে ব্রাজিলের করোনা পরিস্থিতির ভেতর কোপা আয়োজন নিয়ে সমালোচনা করেন তিনি। পরে অবশ্য ওই পোস্ট মুছে দিয়ে ক্ষমা চান। তবে তাতেও রক্ষা হয়নি মার্তিন্সের।

বলিভিয়ার এই ফুটবলার লিখেছিলেন, ‘এমনটা করার জন্য ধন্যবাদ কনমেবল। দায় পুরাটাই তোমাদের। যদি কেউ মারা যায়, কি করবে তোমরা? অর্থটাই তোমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড়ের জীবনের কি কোনো মূল্য নেই?’

প্যারাগুয়ের বিপক্ষে বলিভিয়ার ৩-১ ব্যবধানে হারের ওই ম্যাচে করোনা পজিটিভ থাকায় খেলা হয়নি মার্তিন্সের। শনিবার চিলির বিপক্ষে খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়। নিজেদের তৃতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলায় বাধা নেই এই ফুটবলারের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭