ইনসাইড বাংলাদেশ

ঢাকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/06/2021


Thumbnail

সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৯ জুন) রাজধানীর কড়াইল বস্তি এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাতে সংত্রমণ রেট এখন ১৩ থেকে ১৪ শতাংশ স্থানীয়ভাবে। যেখানে ৭০ থেকে ৭১ শতাংশ ছিল চাঁপাইনবাবগঞ্জে সেটা কমে এসেছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংক্রমণ বেশি আসছে সীমান্ত এলাকাগুলো থেকে। সেখান থেকে মানে ওই এলাকাগুলোকে যদি নিরাপদ রাখতে পারি তাহলে আমরা ঢাকাকেও নিরাপদ রাখতে পারব। তবে হ্যাঁ, ঢাকায় যেহেতু বেড়ে যাচ্ছে, সেটা বিবেচনায় রাখা হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি, কী করা যায়।

অফিস সময়টা নিয়ে তিনি বলেন, অফিস খোলার নির্দেশনা দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করবেন অফিস প্রধানরা। অফিস সময় নিয়ে কিন্তু আমরা বলিনি যে কতক্ষণ করতে হবে, অফিসপ্রধান যিনি থাকবেন তিনি তা বিবেচনা করবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭