ইনসাইড গ্রাউন্ড

পার্লে যেন কোনো পাড়ার খেলার মাঠ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2017


Thumbnail

বাংলাদেশকে অবহেলা করা হয়েছে বললে ভুল হবে না, যেটা বড় দলগুলো সব সময়ই করে আসছে ! কিন্তু তাই বলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রোটিয়া সফরে গেলেই যেন বাদ পড়া স্টেডিয়ামগুলোর দুয়ার খুলে যায় আন্তর্জাতিক ম্যাচের জন্য।

পার্ল সাউথ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউন থেকে ৬০ কি.মি. দূরে। সাউথ আফ্রিকার সবচেয়ে পুরাতন শহর গুলার মধ্যে ৩য়। সৃষ্টিকর্তা যেনো ২ হাত ভরে সৌন্দর্য বিলিয়েছেন এই শহরে। এখানেই আছে বোল্যান্ড পার্ক (কালকের ম্যাচের ভেন্যু)। পাহাড় ও মেঘের লুকোচুরি খেলা এই স্টেডিয়াম কে সুন্দর করে তুলেছে।

কিন্তু ক্যাপটাউনের বোল্যান্ড পার্কের মাঠ দেখেই চমকে উঠতে হয়, এটা আন্তর্জাতিক ক্রিকেট খেলার জায়গা নাকি পাড়ার কোনো মাঠ! ঝিরিঝিরি বৃষ্টির কারণে উইকেট ও তার আশপাশের জায়গা ঢাকা থাকায় ওই অংশের অবস্থা বোঝা যায়না। কিন্তু এর বাইরে পুরো মাঠেরই জায়গায় জায়গায় ঘাস উঠে কালো মাটি বের হয়ে আছে। দেখলে যেকোনো ক্রিকেটারেরই এ মাঠে খেলতে ভয় হবে। বিশেষ করে ফিল্ডিংয়ের জন্য খুবই বিপজ্জনক বোল্যান্ডের এই মাঠ।

হঠাৎ বল লাফিয়ে ওঠার আশঙ্কা তো আছেই, ড্রাইভ দিলে ভয় আছে খেলোয়াড়দের চোটে পড়ারও। দুপুরে অনুশীলনের জন্য এসে মাঠের অবস্থা দেখে অবাক বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তারাও।

মাঠের যা অবস্থা, তাতে এখন আর কিউরেটরেরও করার কিছু নেই। তার ওপর কাল থেকেই বৃষ্টি হচ্ছে পার্লে। ঘাসের বুক চিরে জেগে ওঠা মাটিও আর ঠিক মাটি নেই, হয়ে আছে কাদা। আবার মাঠের ঘাসে হাটলেই উঠে আসছে কালো মাটি, সেই সঙ্গে ঘাস! এমনকি প্রবাসী বাংলাদেশিরাও হতাশ মাঠ দেখে।

তবে ভাবতে অবাকই লাগে এই মাঠেই হবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। কয়েকদিন আগেই আইসিসি মিরপুরের আউটফিল্ডকে বাজে বলেছে। তাহলে এই বোল্যান্ডে পার্কের পার্লে কে কি বলবেন আইসিসি হর্তাকর্তারা?


বাংলা ইনসাইডার/ডিআর





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭