ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে করোনা পরিস্থিতির উন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2021


Thumbnail

ধীরে ধীরে ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেখানে দৈনিক চার লক্ষেরও বেশি আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল, সেখানে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারেরও কম। 

গত রবিবার দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৫৮ হাজার ৪১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৮১ দিন পর ৬০ হাজারের নিচে নামল সংখ্যাটা। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। 

এর মধ্যে অবশ্য দ্রুত করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তা যাতে মারাত্মক আকার ধারণ না করে, তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ও সব রাজ্য।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭