ওয়ার্ল্ড ইনসাইড

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে ইসরায়েলের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2021


Thumbnail

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে শঙ্কায় আছে ইসরায়েল। 

বিবিসির সূত্রে জানা যায়, রাইসি হচ্ছেন ইরানের সবচেয়ে উগ্রপন্থী প্রেসিডেন্ট। তিনি দেশের পরমাণু কর্মসূচি জোরদার করবেন। তাকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত। 

গত শুক্রবার (১৮ জুন) ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গণনা করা ব্যালটের মধ্যে রাইসির পক্ষে ৬২ শতাংশ ভোট পড়ে বলে জানায় ইরানের নির্বাচন কমিশন। পরাজয় মেনে নেন ইব্রাহিম রাইসির তিন প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মোহসেন রেজাই, আমির হোসেন কাজিজাদ্দেহ হাসেমি ও মধ্যপন্থী আবদুল নাসের হেমাতি।

শনিবার (১৯ জুন) ইব্রাহিম রাইসিকে বিজয়ী বলে ঘোষণা দেয়া হয়। তিনি আগামী আগস্টে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭