ইনসাইড বাংলাদেশ

প্রত্যেক মানুষের ঠিকানা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2021


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক মানুষের একটা ঠিকানা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে এটা শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমেই নয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগেও এ খাতে কাজ হচ্ছে। এছাড়া আমাদের সচিবরা, বিভিন্ন বাহিনীগুলোও গৃহহীনদের বাড়ি করে দিয়েছে। 

আজ রোববার (২০ জুন) সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে গৃহের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

তিনি আরও বলেন, ৭৫ এর পরে যারা ক্ষমতা এসেছিল তারা লুটপাটের রাজনীতি করেছে। মানুষের ভাগ্য উন্নয়ন তাদের লক্ষ্য ছিল না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭