ওয়ার্ল্ড ইনসাইড

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে ভারতের অপারগতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2021


Thumbnail

ভারতে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃতের সংখ্যা ৩,৮৬,৭৪০ জন। ভারতের আইন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে কেউ মারা গেলে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার বিধান আছে। 

করোনাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করলেও এই বিপুল পরিমাণ অর্থ এখন ভারতের পক্ষে প্রদান করা সম্ভব না। আদালতে জানানো হয়, ভারতের কেন্দ্রের পক্ষে এই ক্ষতিপূরণ সবাইকে দেয়া সম্ভব না। দেশটির সুপ্রিম কোর্ট কেন্দ্রকে আরও জানিয়েছে যে এমনটি করলে দুর্যোগ তহবিল শেষ হয়ে যাবে।  

করোনার কারণে স্বাস্থ্যখাতে রাজ্যগুলোর খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এমতাবস্থায় করোনায় মৃতের পরিবারকে এত বিপুল পরিমাণ অর্থ প্রদান করা সম্ভব নয়। মৃতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭