ইনসাইড গ্রাউন্ড

একটি বাজে সিরিজ মানেই সব শেষ নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

আমাদের দেশের প্রতিটি মানুষকে এক সুতোয় বাঁধে একটি মাত্র উপলক্ষ্য। আর তা হল ক্রিকেট। প্রতিটি ধর্ম, প্রতিটি দল নির্বিশেষে এক কাতারে নেমে গলা ফাটিয়ে চিৎকার করে একটি সময়, ক্রিকেট মাঠে যখন লড়াই করে সাকিব-মুশফিক-মাশরাফিরা। তাই ক্রিকেট আমাদের প্রতিটি মানুষের অন্তরে বসবাস করে।

বাংলাদেশ ক্রিকেট ২০১৫ বিশ্বকাপের পর এগিয়েছে অনেকদূর। এখন আমরা ক্রিকেট বিশ্বে অন্যতম এক পরাশক্তি। সমানে সমানে লড়াই করি প্রতিটি বাঘা-বাঘা দলের সঙ্গে। বিগত দুই থেকে তিন বছরে  বিশ্বকাপ, বিশ্বকাপ পরবর্তী সফলতা, চ্যাম্পিয়ন্স ট্রফি সফলতা, অজি বধ, ইংলিশ বধ, লঙ্কায় লঙ্কা বধ সবই দিয়েছে আমাদের এই ক্রিকেট।  

কিন্তু এখন বাংলাদেশ মুদ্রার অন্যপিঠও দেখতে শুরু করেছে। চলমান দক্ষিণ আফ্রিকা সফর টাইগারদের নিচ্ছে চরম অগ্নিপরীক্ষা। সফরটা যাচ্ছে খুবই বাজে। একটা দল কখনও সব সিরিজে ভালো পারফরম্যান্স উপহার দেয় না। উন্নতির শিখরে ওঠার পিছনে ভালো পারফম্যান্সের পাশাপাশি কিছু বাজে পারফরম্যান্সও থাকে। এই দুইয়ে মিলেই একটা দল বিশ্বসেরা হয়ে ওঠে।

আর টাইগাররাও আছে সেই পথে। একটি সিরিজ খারাপ খেলা  মানেই তো কক্ষপথ থেকে দূরে সরে যাওয়া নয়। বরং সেই বাজে অভিজ্ঞতা শিক্ষা দেয় ভুল গুলোকে শুধরানোর। নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার। আর যেই দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এত কথা হচ্ছে, সেখানে কি শুধু টাইগাররাই একমাত্র দল যারা খারাপ খেলছে?

দক্ষিন আফ্রিকা সফর ক্রিকেট বিশ্বের সব দলেরই পরীক্ষা নেয়। তা উপমহাদেশের দলগুলো থেকে শুরু করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, কেউ বাদ যায়নি। এক পরিসংখ্যানে দেখা যায় ২০১৪ সালের পর থেকে প্রোটিয়ারা ঘরের মাঠে কোনো সিরিজ হারেনি।

অর্থাৎ এই তিন বছরে ঘরের মাঠে প্রোটিয়াদের রেকর্ড শতভাগ সাফল্য। কোন দলই সুবিধা করতে পারেনি। অস্ট্রেলিয়া-ভারতকে দক্ষিন আফ্রকা হোয়াইটওয়াশ করেছে, আর ইংল্যান্ডকে ৩-২ এবং ওয়েস্ট ইন্ডিজকে ৪-১ ব্যবধানে  পরাজিত করে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে।

তাই চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগারদের বাজে পারফরম্যান্স কোনো অশনি সংকেত নয়। বরং নিজেদের ক্রিকেটীয় জ্ঞানকে আরও সমৃদ্ধ করার একটা ভাল মঞ্চ। এখান থেকেই নিতে হবে ভবিষ্যতে ভালো করার শিক্ষা। যেখানে বড় বড় দলগুলো নাস্তানাবুদ হচ্ছে, সেখানে বাংলাদেশের মত উন্নতি করতে থাকা একটা দলের এই ফলাফল খুব বেশি চিন্তার নয়।

তবে ভবিষ্যতে কোন কোন জায়গায় নিজেদের উন্নতি করতে হবে তা জানা যাবে। তাছাড়া একটা বাজে সিরিজই তো অতীতের সব সাফল্যকে মুছে দিতে পারে না। বাজে পারফরম্যান্স মানেই তো সব শেষ নয়।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭