ওয়ার্ল্ড ইনসাইড

ব্রাজিলে করোনায় মৃত্যু পাঁচ লক্ষ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2021


Thumbnail

করোনা মহামারিতে ব্রাজিলে মৃতের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়াল। সংখ্যাটি পুরো বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, আসছে শীতে মন্তরগতির টিকাদানের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রাজিলের প্রেসিডেন্ট সামাজিক দূরত্ব না মানার মতো একগুয়েমিতার কারণে ভাইরাসটি আরও ছড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা ফিওক্রুজ বলছে, এই মুহূর্তে ব্রাজিলের অবস্থা খুবই সংকটাপন্ন। প্রাপ্তবয়স্কদের মধ্যে কেবল ১৫ শতাংশ টিকাদার কর্মসূচির আওতায় এসেছেন।

সরকার কীভাবে এই মহামারিকে প্রতিকার করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখছে কংগ্রেস।

প্রেসিডেন্ট বলসোনারো মাস্ক পরতে উদাসীনতা, সামাজিক দূরত্ব মানার তোয়াক্কা না করা- ইত্যাদি নানা কারণে অভিযুক্ত ও সমালোচিত। মূলত বলা যায়, আজকের ব্রাজিলের এই অবস্থার পেছনে তার উদাসীনতা অনেকাংশে দায়ী। তাছাড়া সময়মতো দেশে লকডাউনও তিনি ঘোষণা করেননি।

বিরোধীদল বলছে, প্রেসিডেন্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য টিকা দেরিতে ক্রয় করেছেন, যার কারণে সকল জনগণকে সময়মতো টিকার আওতায় নিয়ে আসা যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭