ইনসাইড পলিটিক্স

টানা ১২ বছর ক্ষমতায় থাকায় অনেকের আয়েশি ভাব এসেছে: হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2021


Thumbnail

টানা ১২ বছর ক্ষমতায় থাকার কারণে অনেক নেতা-কর্মীদের মধ্যে আয়েশি মনোভাব চলে এসেছে। তাই সারা দেশে আওয়ামী লীগের কিছু সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে। সংগঠনকে শক্তিশালী করতে প্রতি তিন বছর পর পর সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে- এমন দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রবিবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।

মাহবুব উল আলম হানিফ বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে সংগঠন দুর্বল বা সবল তা বুঝা যাচ্ছে না। যার কারণে সংগঠনের দিকে সবার নজর একটু কম। অনেক জেলায় ১৫ থেকে ২০ বছর একই কমিটি। সংগঠনকে শক্তিশালী করতে জেলা পর্যায়ের সম্মেলনের উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন করবো। প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন আগামি ডিসেম্বরের মধ্যে করতে চাই। সেটা করলে আপনাদের মধ্যে অনেক নেতা আছেন। যারা যথাযথ মূল্যায়ন বা পদোন্নতি  পাননি, তারা মূল্যায়ন পাবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭