ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের প্লে-অফ ড্র অনুষ্ঠিত, ইতালির মুখোমুখি সুইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

বিশ্বকাপ বাছাইপর্বে ‘জি’ গ্রুপে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের পরে দ্বিতীয় অবস্থানে থেকে বাছাইপর্ব শেষ করে ইতালি। আর ‘এ’ গ্রুপে রানার্সআপ হয় সুইডেন। সুইজারল্যান্ডের জুরিখে গতকাল প্লে-অফ পর্বের আট গ্রুপ থেকে আট দলের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে নির্ধারিত হয়ে যে কোন দল কার সঙ্গে প্লে-অফ খেলবে।

আয়ারল্যান্ড লড়বে ডেনমার্কের সঙ্গে। নর্দার্ন আয়ারল্যান্ডের খেলবে সুইজারল্যান্ড এর সঙ্গে এবং ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ গ্রিস।

প্রথম লেগের খেলাগুলো হবে ৯-১১ নভেম্বর। আর দ্বিতীয় লেগের খেলা হবে ১২-১৪ নভেম্বর। বিজয়ী দলগুলো খেলবে ২০১৮ সালে রাশিয়ায় হতে যাওয়া বিশ্বকাপ।

ইতিমধ্যেই স্বাগতিক রাশিয়াসহ বিশ্বকাপে খেলার জন্য টিকেট পেয়েছে ২৩ দল। আগামী বছর ১৪ জুন থেকে ৩২ দলের এ আসর শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলবে।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭