ইনসাইড গ্রাউন্ড

পেরুর কাছে হার কলম্বিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

পেরু কোপা আমেরিকার গত টুর্নামেন্টে ফাইনাল খেলা দল। তবু কাগজে-কলমে এবং দক্ষিণ আমেরিকার ফুটবল ঐতিহ্যে তারা কলম্বিয়ার চেয়ে পিছিয়ে। সেই পেরুই আজ কোপা আমেরিকায় কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে চমকে দিল।

প্রথমার্ধের ১৭ মিনিটে সের্হিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। বিরতির পর ৫৩ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। স্পটকিক থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান মিগুয়েল বোর্হা। কিন্তু তাদের দূভার্গ্য কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ইয়েরি মিনা। এভারটন ডিফেন্ডারের এই আত্মঘাতী গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

পেরুর বিপক্ষে আগের ১০বারের মুখোমুখিতে কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। হজম করেছে মাত্র ২ গোল। শেষ তিনবারের মুখোমুখিতে কলম্বিয়ার ৭ গোলই বুঝিয়ে দেয় শক্তিতে পেরু তাদের চেয়ে বেশ পিছিয়ে। কিন্তু রিকার্ডো গারেকার এই দলটাই আজ স্মরণীয় এক জয় তুলে নিল কলম্বিয়ার বিপক্ষে।

এই জয়ে `বি` গ্রুপে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল পেরু। তাদের সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭