ইনসাইড গ্রাউন্ড

টোকিও অলিম্পিকে হানা দিলো করোনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য জাপানের টোকিওতে অলিম্পিকের আসর শুরু হতে না হতেই হানা দিলো মারণঘাতক করোনা ভাইরাস। উগান্ডার অ্যাথলেটিক টিমের এক খেলোয়াড়ের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

ডি-ডাব্লিউর সূত্রমতে জানা যায়, ওই খেলোয়াড়কে এই ঘটনার পর আইসোলেশনে পাঠানো হয়েছে।

এদিকে জাপান সরকার করোনা ভাইরাসের প্রকোপ রুখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। খেলায় যুক্ত সকলকে টিকাদান, সাংবাদিক, খেলোয়াড় এবং কর্মকর্তাদের যাতায়াতে নিয়ন্ত্রণ, বায়ো বাবল তৈরি ইত্যাদি নানা সতর্কতা নেয়া হয়েছে। তবুও শেষরক্ষা যেন হলো না। উগান্ডার এক খেলোয়াড়ের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলোই।

ধারণা করা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি যাত্রাপথেই করোনা নিয়ে এসেছিলেন তার দেশ থেকে। টোকিও বিমানবন্দরে অবতরণ করার পর তার শরীরে ভাইরাস পাওয়া যায়। তবে বাকি আট খেলোয়াড়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এখনো পর্যন্ত স্থির হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হবে। তবে দেশের একটি অংশের দাবি স্থানীয় মানুষদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হোক। যদিও ভাইরোলজিস্টদের বক্তব্য, দেশের মাত্র ১৬ শতাংশ মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া উচিত হবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭