ওয়ার্ল্ড ইনসাইড

কিমের মন্তব্যে কৌতূহলী যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা সংঘর্ষ, যে কোনো কিছুর জন্যই প্রস্তুত কিম জং উন। পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে পিয়ংইয়ং-এর সঙ্গে সরাসরি আলোচনার জন্য ওয়াশিংটন অপেক্ষা করছে।

গত শুক্রবার (১৮ জুন) উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন সরকারি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা সংঘর্ষ দুটোর জন্যই প্রস্তুত থাকার নির্দেশ দেন।

রয়টার্সের সূত্রে জানা যায়, উনের মন্তব্য যুক্তরাষ্ট্রের কাছে কৌতূহলোদ্দীপক বলে মনে হচ্ছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন যে তারা অপেক্ষা করে দেখবেন উত্তর কোরিয়ার সঙ্গে কোনো ধরনের সরাসরি যোগাযোগের পরিস্থিতি তৈরি হয় কি না।

সুলিভান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণ পুরোপুরি সফল করতে চায়।

স্থানীয় সময় গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন সরকারি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা সংঘর্ষ দুটোর জন্যই প্রস্তুত থাকার নির্দেশ দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭