ওয়ার্ল্ড ইনসাইড

বাইডেনের সাথে সাক্ষাতে যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও শান্তিপ্রক্রিয়ার প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করতে যাচ্ছেন।

এএফপির প্রতিবেদনে জানা যায়, আগামী শুক্রবার (২৫ জুন) তারা সাক্ষাত করবেন।

গত এপ্রিল মাসের শুরুতেই বাইডেন ঘোষণা দেন যে চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পহেলা মে থেকেই সেনা প্রত্যাহারের কাজ শুরু করা হয়। বাইডেন যখন ঘোষণা দেন, তখন আফগানিস্তানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছিল। এদেরকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হলে দেশটিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান জঙ্গিরা দেশটির ক্ষমতা দখল করে নিতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭