ওয়ার্ল্ড ইনসাইড

৩ হাজার বছর আগের ক্লোন যোদ্ধা বানাতে চলেছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

৩ হাজার বছর আগের ভয়ঙ্কর দুর্ধর্ষ সেনাদের ক্লোন বানাতে চাইছে রাশিয়া। একদম চমকে ওঠার মতো তথ্যটি জোর দিয়ে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু।

আনন্দবাজারের সূত্র হতে জানা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশানুযায়ী কাজও শুরু করেন সেরগেই। রাশিয়ার জন্য ভয়ঙ্কর সে ক্লোন যোদ্ধাদের ফিরিয়ে আনার ভাবনা তারই।

এ জন্য তিন হাজার বছরের পুরনো ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে সংগৃহীত ডিএনএ নিয়ে গবেষণার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সিথিয়ানস নামে ওই যাযাবর যোদ্ধাদের দেহাবশেষ প্রায় দু’দশক আগে উদ্ধার হয়েছিল সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে।

উল্লেখ্য, প্রকৃতিগত যোদ্ধা এবং যাযাবর জাতি এই সিথিয়ানসরা মোঙ্গলদের পূর্বপুরুষ। খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত তারা ইরানের বাসিন্দা ছিল। একটা সময়ে ইউরেশিয়ার বিস্তীর্ণ এলাকায় দৌরাত্ম্য চলত এই সিথিয়ানসদের। পরে ইউরেশিয়ার একটা বড় অংশের দখল নিয়েছিল মোঙ্গলরা। এসেছিল ভারতেও।

সেরগেই সেই যোদ্ধাদের জিন থেকেই হুবহু নকল সেনা বানাতে চান রাশিয়ার জন্য। অন্তত তিনি নিজে তেমনই ইঙ্গিত দিয়েছেন। এপ্রিলের মাঝামাঝি রাশিয়ার জিওগ্রাফিকাল সেসাইটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সেরগেই। সেখানে তিনি এই সিথিয়ান প্রজাতির কবরের প্রসঙ্গ তোলেন।

তবে মানুষের ক্লোন বানানো এখনও সম্ভবপর হবে কিনা, তা নিয়ে বিজ্ঞানীদের মনে যথেষ্ট সন্দেহ আছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭