ওয়ার্ল্ড ইনসাইড

টিকা কূটনীতিতে চীনের বিরুদ্ধে জাপানের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

চীন উন্নয়নশীল বিশ্বে করোনার টিকা পাঠিয়ে দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবার জন্য টিকা কূটনীতি বাড়িয়েছে জাপান।

গত বুধবার (১৬ জুন) ভিয়েতনামে টিকা পাঠিয়েছে জাপান। এর আগে দেশটি টিকা পাঠিয়েছিল তাইওয়ানে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে আরও টিকা পাঠাবার চিন্তা করছে জাপান সরকার।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিসু মোটেগি বলেছেন, যেসব দেশে করোনা মহামারি প্রকট আকার ধারণ করেছে, সেসব দেশে তারা দ্রুততার সঙ্গে টিকার ডোজ পাঠানোর ব্যবস্থা করছে।

জাপান টাইমসের বরাতে জানা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত মঙ্গলবার (১৫ জুন) তিনি এ কথা বলেন।

জাপান সরকারের পরিকল্পনা রয়েছে, অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার ৩০ মিলিয়ন ডোজ তৈরি করবার। জুলাইয়ের শুরুতেই ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন এবং মালয়েশিয়ায় করোনা টিকা পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭