ইনসাইড গ্রাউন্ড

বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেলবেন হাবার্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

বেশ বিতর্ক ও সমালোচনার পর অবশেষে প্রথম ট্রান্সজেন্ডার তথা রুপান্তরকামি মানুষ হিসেবে অলিম্পিকে খেলার অনুমতি পেলেন নিউজিল্যান্ডের লরেল হাবার্ড। আসন্ন টোকিও অলিম্পিকে নারীদের ভারোত্তোলন ক্যাটাগরিতে খেলার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। খেলাটির আয়োজকরা কিছু নিয়মকানুনে পরিবর্তন আনায় হাবার্ড পেয়েছেন এই অনুমতি।

২০১৩ সালে ট্রান্সজেন্ডার হওয়ার আগপর্যন্ত পুরুষদের ভারোত্তোলন ক্যাটাগরিতে খেলতেন হাবার্ড। যে কারণে এখন সমালোচনাকারীরা বলছেন যে, হাবার্ডকে নারী ভারোত্তলনে খেলতে দেয়া মানে বাড়তি সুযোগ দিয়ে দেয়া।

তবে এসবে কান দিচ্ছেন না হাবার্ড। বরং তাকে খেলার সুযোগ দেয়ায় অলিম্পিক আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন ৪৩ বছর বয়সী এ ক্রীড়াবিদ। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির দেয়া এক বিবৃতিতে হাবার্ড বলেছেন, ‘নিউজিল্যান্ডের মানুষদের কাছ থেকে পাওয়া সমর্থন ও ভালোবাসায় আমি আপ্লুত। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭