ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে তুর্কি সেনা মোতায়েন তালেবানের সাথে চুক্তির পরিপন্থী: রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের পর নিরাপত্তার অজুহাতে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জামির কাবুলোভ বলেন, কাবুল বিমানবন্দরে তুরস্কের সেনা মোতায়েন তালেবানের সঙ্গে করা চুক্তির পরিপন্থি। তিনি আরও বলেন যে মার্কিন সেনারা চলে যাবার পর তুর্কি সেনা মোতায়েন করে আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করা যাবে না।

তুর্কি সেনা মোতায়েন রাখার সিদ্ধান্তে তালেবানও ক্ষুব্ধ। তুরস্ক গত ২০ বছর ধরে ন্যাটো বাহিনীর সাথে আফগানিস্তানে সেনা মোতায়েন রেখেছে। এখন সময় এসেছে তাদের আফগানিস্তান ছেড়ে চলে যাবার।

সম্প্রতি ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটিতে পশ্চিমা কূটনীতিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাবুল বিমানবন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে। কাবুলে মোতায়েন এসব সেনার খরচ বহন করবে ন্যাটো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭