ইনসাইড বাংলাদেশ

একযোগে ৭ জেলায় লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

করোনা সংক্রমণ বাড়ার ফলে আজ সোমবার (২১ জুন) একযোগে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারীপুর ও গোপালগঞ্জ। সংক্রমণ বাড়ার কারণে আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, যেখানে করোনা সংক্রমণ বাড়াবে সেখানে স্থানীয়ভাবে সময় ক্ষেপণ না করে লকডাউন ঘোষণা করা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই কয়টি জেলায় লকডাউন ঘোষণা করা হলো। ইতোমধ্যে সীমান্তবর্তী কয়েকটি জেলায় লকডাউন চলছে। লকডাউন থাকার পরও ওই জেলাগুলোতে হু হু করে বেড়ে চলেছে। এই জেলাগুলো ছাড়াও ফরিদপুর সহ আরও কয়েকটি জেলায় লকডাউন রয়েছে। এখন পর্যন্ত মোট ২৪টি জেলা লকডাউনের আওতায় আসলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭