লিভিং ইনসাইড

শিশুর বিকাশ দ্রুততর করে মায়ের সান্নিধ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

মা পরম যত্নে সন্তানকে গড়ে তোলেন ভবিষ্যতের জন্যে। মায়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহুর্ত আমাদের প্রভাবিত করে। আর কারও সঙ্গেই মায়ের তুলনা করা যায় না। তাই বুঝি একমাত্র মাকেই হাসি মুখে উৎসর্গ করা যায় এই জীবন। মা- সন্তানের এই মায়ার বন্ধনকে বৈজ্ঞানিকভাবেও শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় বলা হচ্ছে। 

যে শিশুরা নিজেদের অবহেলিত মনে করে বা হীনমন্যতায় ভোগে তাদের মস্তিষ্কের গঠন বাড়াতে পারে দিগুণ হারে শুধুমাত্র মায়ের ভালবাসায়। শিশুরা অনেক সময় অভিমানের সূরে বলে, বাবা আমাকে কম আদর করে। আথবা দীদা শুধু বকা দেয়। এই কারণগুলো খুব ছোট হলেও শিশুদের মনে দাগ কাটতে পারে। এমন সময় মা সন্তানকে সময় দিলে, তার সঙ্গে আনন্দ করলে শিশুর মনের সেই দুঃখ যেমন গুছবে তেমনি মস্তিষ্কের বিকাশ ঘটবে। 

শিশুর বিকাশে পারিবারিক পরিবেশের কথা অনেকবার বলা হলেও এই গবেষণায় সরাসরি মস্তিষ্কের গঠনের কথা বলা হয়েছে। ওয়াশিংটন ইউনিভার্সিটির এই গবেষণায় শিশু মনোবিজ্ঞানী জন লুবি বলেন, প্রিস্কুল বয়সের (৬ বছরের নীচে) অবহেলা সন্তান বড় হওয়ার পরও মনে রাখে। তাই এই সময় অভিভাবক বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানের দৃঢ় সম্পর্ক গড়ে ওঠাটা জরুরি। ছোট বয়সেই যেহেতু ব্রেনের গঠন অনেকটাই হয়ে যায়, তাই প্রি স্কুল বয়সটাতে গুরুত্ব দেওয়া হয়েছে। 



সন্তানের মস্তিষ্কের ওপর মায়ের সান্নিধ্যের প্রভাব পরিমাপের জন্য, ৬ বছরের কম বয়সী ১২৭ জন শিশু এবং তাদের মায়েদের বেছে নেওয়া হয়। প্রতিটি শিশুর সামনে একটি সুন্দর র‌্যাপিং করা বক্স রাখা হয়। আর মায়েদের দায়িত্ব দেওয়া হয়, সেই বক্স খোলা থেকে সন্তানদের বিরত রাখতে। যারা কাজটি পেরেছিলেন তারা সন্তানদের অনেক বেশি সময় দিতেন। ফলে সন্তানের সঙ্গে তার একটা গভীর অনুভূতির সৃষ্টি হয়েছে, যে কারণে সন্তানরা মায়েদের আদেশের গুরুত্ব বুঝতে পেরেছে। 

যারা প্রতিদিনের ব্যস্ততায় সন্তানদের সময় দিতে পারেন না, তারাই মূলত এই পরীক্ষায় ব্যর্থ হয়ে ছিলেন। এছাড়াও আরো কিছু টাসকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়, মায়ের সঙ্গে ভালো সময় কাটানোর কারণে তারা খুব সহজেই যে কোন নির্দেশ ধরতে পারছে। সেই অনুযায়ী কাজ করতে পারছে। যা মূলত মস্তিস্কতে অ্যাকটিভ করে ব্রেনের গঠনে সাহায্য করে। 

বাংলা ইনসাইডার/এমএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭