ইনসাইড গ্রাউন্ড

ফাইনালের আরও একটি দিন খেয়ে নিল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/06/2021


Thumbnail

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন শনির দশা ভর করেছে। বৃষ্টিবাধায় অনিশ্চিত হয়ে পড়েছে টেস্টের ফল। সাউদাম্পটনে প্রথম দিনের পর চতুর্থ দিনেরও পুরোটা সময় গেল বৃষ্টির পেটে। ফলে ভারত ও নিউজিল্যান্ডের যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জেগেছে।

টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টসই হয়নি। দ্বিতীয় দিন টসের পর খেলা মাঠে গড়ালেও হয়েছে মোটে ৬৪.৪ ওভার। তৃতীয় দিনে খেলা হয় ৭৬ ওভারের মতো। সবমিলিয়ে চার দিনে প্রায় ১৪১ ওভার। অর্থাৎ দুইদিনের সমানও (৯০+৯০=১৮০ ওভার) খেলা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

হাতে আছে পঞ্চম দিন আর রিজার্ভ ডের বাড়তি এক দিন। এই দুইদিনে বৃষ্টি বাগড়া না দিলে ফল বের হতে পারে। তবে বৃষ্টি বাগড়া না দেয়ার সম্ভাবনাই বরং ক্ষীণ।

টেস্টে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেটে ১০১ রান তুলেছে কেন উইলিয়ামসনের দল। হাতে ৮ উইকেট নিয়ে তারা পিছিয়ে ১১৬ রানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭