ইনসাইড বাংলাদেশ

আশঙ্কায় নগরবাসী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

কথায় আছে ‘মর্নিং শোজ দ্য ডে’। রাতে বেশ বৃষ্টি হয়েছে। শীত নামিয়ে দেওয়ার মতো ‍বৃষ্টি। এর রেশ ছিল সকালেও। বৃষ্টি থামলেও সকালটা ছিল থমথমে মেঘলা। এ যেন দিনব্যাপী ব্যস্ততা আর দিনশেষে এক অশান্ত অবস্থারই ইঙ্গিত।

আজ পুরো দিনজুড়েই সংবাদকর্মীদের ব্যস্ততা থাকছে। সকালেই ইসির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের বৈঠক। এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেও সরকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে ছিল সুসম্পর্ক। তবে সম্পর্কের সুর হঠাৎ করেই কেটে গেছে। সম্প্রতি বিএনপির সঙ্গে সংলাপে নুরুল হুদা কিছু অযাচিত মন্তব্য করেছেন। যে কারণে সরকারসহ বিভিন্ন মহল থেকেই সমালোচিত হয়েছেন তিনি। এমন অবস্থায় ইসির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে তা বলাই বাহুল্য। জানা গেছে, ইসির সঙ্গে বৈঠকে ১১ টি প্রস্তাব পেশ করেছে আওয়ামী লীগ।

দুপুর ২ টা থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের খেলা। দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। টেস্টে লজ্জাজনক পরাজয়। এরপর প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে হার। আজ দ্বিতীয় ওয়ানডেতে বদলে যাওয়া বাংলাদেশকেই দেখতে চায় ক্রিকেটপ্রেমীরা। তবে টাইগাররা দর্শকদের প্রত্যাশার কতোটা পূরণ করতে পারবে তা দিনশেষেই বোঝা যাবে।

আবার আজকের দিনেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ তিনমাস লন্ডনে অবস্থানের পর তাঁর এই দেশে ফেরা। ঢাকায় নামবেন সন্ধ্যায়। বেগম জিয়ার দেশে ফেরা উপলক্ষে সারাদেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা এসেছে বলে জানা গেছে। চেয়ারপারসনের দেশে ফেরা উপলক্ষে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এমন নেতা-কর্মীদের সমাগম ঘটলে তাঁদের মধ্যেই সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অরাজকতা, সন্ত্রাসী হামলারও আশঙ্কা করছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকা এবং গুলশানে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের সমাবেশে বাধা দেওয়া হবে বলে জানা গেছে। তবে আইন শঙ্খলা বাহিনী চোখ এড়িয়ে ‘গেরিলা স্টাইলে’ হঠাৎ সমাবেশের চেষ্টা করবে বিএনপির নেতা-কর্মীরা। এমনই খবর শোনা গেছে গতকাল। সেক্ষেত্রে নিজেদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতেরও আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিকেল থেকেই কর্মস্থল ছেড়ে ঘরে ফেরা মানুষের কারণে রাজধানীর সড়কগুলোর ওপর চাপ থাকে। এর মধ্যে  বিএনপির নেতাকর্মীদের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কসহ কয়েকটি সড়কে যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে। এতে রাজধানীজুড়েই ভয়াবহ যানজট সৃষ্টি হবে। সেক্ষেত্রে ঘরে ফেরা মানুষদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭