ইনসাইড বাংলাদেশ

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। ‘ক’ ইউনিটে পাসের হার ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে পাসের হার ২ দশমিক ৭৫ শতাংশ।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ৪৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এদের মধ্যে ১৯ হাজার ২শ’ ৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

‘ক` ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। এছাড়া মোবাইল ফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Ka স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

‘চ’ ইউনিটের ফল ওয়েবসাইট ছাড়াও মোবাইল ফোন থেকে DU স্পেস CHA স্পেস (ভর্তি পরীক্ষাররোল নম্বর) টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে জানা যাবে।

বাংলা ইনসাইডার/এসএম 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭