ওয়ার্ল্ড ইনসাইড

ধর্ষণের জন্য নারীর পোষাককেই দায়ী করলেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

সারাবিশ্ব যেখানে পুরুষতান্ত্রিক লোলুপ মনোভাবের কারণে ধর্ষণবিরোধী প্রচারণায় মগ্ন, ঠিক সে মুহূর্তেই বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার শিকার হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির জন্য নারীর স্বল্পবসনকেই দায়ী করলেন ইমরান খান।

আন্তর্জাতিক একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারীরা যদি স্বল্পবসন পরিহিত হয়, তাহলে পুরুষের ওপর তা প্রভাব ফেলে। পুরুষ তো আর রোবট নয়। ফলে ধর্ষণ হবেই। এটিকে সাধারণ ব্যাপার হিসেবেও অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্যকে নিয়ে উঠছে প্রতিবাদ ও নিন্দার ঝড়। বিরোধীদলীয় নেতারাও তার সমালোচনা করতে কোনো কসুর করছে না।

এর আগেও একবার পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার জন্য নারীদের অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। এপ্রিলে সে মন্তব্যের প্রতিবাদে লিখিতভাবে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

পাকিস্তানের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছ`বছরে এ জাতীয় ২২ হাজারটি মামলা দায়ের করা হয়েছে। তবে পাকিস্তানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে মোট ঘটনার ০.৩ শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যা অস্বাভাবিক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭