ইনসাইড গ্রাউন্ড

সাকিবের জোড়া আঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

এ যেন দীর্ঘ খরার পর একটু বৃষ্টির ছোঁয়া! অবশেষে ওয়ানডে সিরিজে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। কুইন্টন ডি কককে ফেরান সাকিব আল হাসান। প্রথম উইকেট পেতে অপেক্ষাটা দীর্ঘ সময়ের হলেও দ্বিতীয়টি এলো দ্রুতই। একই ওভারে আরও একটি উইকেট এনে দিলেন সাকিব।

বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ
হারের বৃত্ত থেকে বের হবার নাম নেই টাইগারদের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে দেখা গেছে তিন ডিপার্টমেন্টেই খুব বাজে অবস্থা। আর প্রথম ওয়ানডেতে তো স্মরণ কালের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে বোলাররা।

প্রথম ওয়ানডেতে একটি উইকেটও যেন ছিল সোনার হরিণ। এমন অবস্থার সঙ্গে চলছে ইনজুরিতে পড়ার মিছিল। এসবের মধ্যে আজ বাংলাদেশ দল কতটা ভালো করতে পারবে সেটা বলা মুশকিল। বোলিংয়ের মূল অস্ত্র কাটার মাস্টার মুস্তাফিজ নেই গোড়ালির ইনজুরির কারণে।

টিম কম্বিনেশন নিয়ে আছে সমস্যা। ওপেনিং এ রান পাচ্ছেন না কায়েস ও সৌম্য। সেক্ষেত্রে এক তামিমের উপরই সম্পূর্ণ দায়িত্ব পড়ছে। কিন্তু এভাবে চলতে থাকলে আসলে দক্ষিণ আফ্রিকার এত কঠিন কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব নয়। যদিও লিটন দাসকে ওপেনার হিসেবে বাজিয়ে দেখা হচ্ছে। তিনি খুব ভালো না করলেও তাকে দিয়ে চালিয়ে নেয়া যাচ্ছে।

এত প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও আজ বাংলাদেশকে আজ নামতে হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে। যেটা বাঁচা-মরার লড়াই। তাই দলের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দলের জন্য খেলতে হবে। খেলাটি বেলা ২টায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও সনি সিক্স এইচডি।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭