ওয়ার্ল্ড ইনসাইড

উইঘুর বিষয়ে চীনের সমালোচনা করে জিনজিয়াং যেতে চান জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

২০০৯ সালে জিনজিয়াং প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকেই উইঘুর মুসলিমদের উপর চীন সরকারের অমানুষিক নির্যাতনের সমালোচনা করে দেশটির জিনজিয়াং প্রদেশ পরিদর্শনের কথা বললেন মানবাধিকার পরিষদের প্রধান মিশেল ব্যাকলেট।

উল্লেখ্য, চীন সরকার অনেক আগে থেকেই প্রদেশটিতে সাম্প্রদায়িক নিধন চালিয়ে আসছে বলে অভিযোগ করছে পশ্চিমা দেশগুলো।

সোমবার (২১ জুন) মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে চীন, রাশিয়া ও ইথিওপিয়ায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হন ব্যাকলেট। বিশেষ করে উইঘুর এবং হংকং এ চীনা সরকারের চাপিয়ে দেওয়া বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সমালোচনা করেন ব্যাকলেট।

বিশ্লেষকদের মতে, উইঘুর ও হংকং ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে ব্যাকফুটে রয়েছে চীন। এবার জিনজিয়াং পরিদর্শনের প্রসঙ্গ তুলে কমিউনিস্ট দেশটির ওপর আরও চাপ বড়াল জাতিসংঘ। জিনজিয়াং প্রদেশে চলমান রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি খতিয়ে দেখতে চলতি বছরই জিনজিয়াং যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ব্যাকলেট।

চীনে উইঘুর ও অন্য মুসলিম জনগোষ্ঠীর ওপর জুলুমের অভিযোগ দীর্ঘদিনের। কয়েকদিন আগে বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, বন্দীশিবিরে থাকা মুসলিম নারীদের ওপর পরিকল্পনা করে ধর্ষণ ও যৌন নির্যাতন চালাচ্ছে চীন। সেই রিপোর্টকে ঘিরে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭