ওয়ার্ল্ড ইনসাইড

খাবার কিনতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন শ্রীলঙ্কান মুসলমানরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা যায়, লকডাউন আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে শ্রীলঙ্কান সেনাবাহিনী মুসলমানদের রাস্তার ওপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী।

রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনা ঘটেছে।

এছাড়া, সেনাবাহিনী মুসলিমদের হাত ওপরের দিকে তুলে রাখতে বাধ্য করেছে। দুটি রেস্তোরাঁয় খাবার কিনতে গিয়ে এমন ঘটনার শিকার হন মুসলিম সম্প্রদায়ের লোকেরা।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মুসলিমদের অবমাননা করার জন্যই এসব করা হয়েছে। কারণ এ ধরনের শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা সেনা সদস্যদের দেওয়া হয়নি।

করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় এক মাসের লকডাউন চলছে। তবে ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, এ অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেয়া হয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃঙ্খলা ভঙের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭