ওয়ার্ল্ড ইনসাইড

কুর্দিপন্থী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে তুরস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি-কে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে তুরস্কের উচ্চ আদালত। এইচডিপি তুরস্কের জাতীয় সংসদের তৃতীয় বৃহত্তম দল। দেশজুড়ে দলটির হাজার হাজার নেতাকর্মী রয়েছেন।

গতকাল সোমবার (২১ জুন) সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌঁসুলির দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে। তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে আদালত।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদেলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি আপিল আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ পত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপিকে নিজের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌঁসুলিরা এইচডিপিকে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন।

দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলা মোকাবেলা করবেন যার কোনো আইনি ভিত্তি নেই। আদালতের এ পদক্ষেপকে তিনি `বিপর্যয়কর` বলে মন্তব্য করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭