ওয়ার্ল্ড ইনসাইড

মাস্ক পরার বিধিনিষেধ উঠে যাচ্ছে ইতালিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

করোনা মহামারি শুরু হওয়ার পর ইউরোপের সবচেয়ে বিপর্যস্ত দেশে পরিণত হওয়া ইতালি আগামী ২৮ জুন থেকে ঘরের বাহিরে মাস্ক পরার বিধিনিষেধ শিথিল করছে। দেশটিতে করোনা আঘাত হানার পর এই প্রথম এমন সিদ্ধান্ত নিলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল সোমবার ইতালির বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। দেশটিতে  রেকর্ড এক লাখ ২৭ হাজার ২৯১ জন মারা যাওয়ার পর এই সিদ্ধান্ত বেশ আশা ব্যঞ্জক বলে জানিয়েছে দেশটির জনগণ।

তবে বড় ধরনের সমাবেশে অংশ নিলে সেক্ষেত্রে সঙ্গে অন্তত মাস্ক রাখার কথা বলা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তটি কার্যকর হবে ইতালির ‘হোয়াইট’ জোনে। ভাইরাসটি কিভাবে দ্রুত ছড়ায় তার উপর ভিত্তি করে এই জোন বিভাজন করা হয়েছে।

প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র এলাকা অস্তা ভ্যালি ছাড়া পুরো ইতালিই হোয়াইট জোনের আওতাভুক্ত। যদিও গতকাল দেশটিতে নতুন করে ২১ জন মারা গেছে। সংক্রমিত হয়েছে ৪৯৫ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭