কালার ইনসাইড

‘ভুল হতে পারে, অন্যায় করিনি’: পরিমনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

ফেসবুক পোস্টের দশম দিনে অল কমিউনিটি ক্লাবের ঘটনা প্রসঙ্গে পরিমনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। আমার সঙ্গে এটি যায় না। বরং আমার সঙ্গেই অন্যায় করা হয়েছে।’

মামলার সর্বশেষ অগ্রগতি জানতে রোববার (২০ জুন) দুপুরে যোগাযোগ করা হলে পরীমনি জানালেন, ‘অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মামলা চাপা পড়ে গেছে। ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অত সহজ নয়।’

মামলার অগ্রগতি বিষয়ে নিয়মিত সাভার থানার সঙ্গে যোগাযোগ রাখছেন পরীমনি। তিনি বলেন, ‘বেশ কয়েকবার বাসায় এসেছে সাভার থানা-পুলিশ। কথা বলেছে। সময়-সময় ফোনেও যোগাযোগ রাখছে তারা। ঘটনা ঘটার দিন থেকেই আমি অসুস্থ। পরে জ্বর এসেছিল। তাই ফোনে বেশির ভাগ সময় আমার মামার সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ। দুই-তিন দিন ভুগলাম। এখন মোটামুটি সুস্থ। জ্বর চলে গেছে । তবে শরীর একটু দুর্বল আছে।’

তাঁর দৃঢ় বিশ্বাস, এই মামলায় তিনি ন্যায়বিচার পাবেন। এই মামলার সুন্দর একটা সমাপ্তি দেখতে চান তিনি। পরীমনি বলেন, ‘শেষ না দেখে ছাড়ছি না। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়ব।’

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের মামলা নিয়ে দেশজুড়েই আলোচনা চলছে। ১৬ জুন এই আলোচনায় নতুন উপাদান যোগ করেন ঢাকার অল কমিউনিটি ক্লাবের প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল। তিনি বলেছেন, ৭ জুন রাতে ক্লাবে আসবাবপত্র ভাঙচুর করেছেন পরীমনি। এরই মধ্যে পরীমনির ক্লাবে প্রবেশ ও বের হওয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭