ওয়ার্ল্ড ইনসাইড

ভুল করেছি, মাথা ন্যাড়া হয়ে তৃণমূলে ফিরলেন বিজেপির একঝাঁক কর্মী-সমর্থক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/06/2021


Thumbnail

বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বহু এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূলে। মঙ্গলবার খানাকুলেও তৃণমূলে যোগ দিলেন এলাকার একঝাঁক বিজেপি নেতা-কর্মী।

এদিন খানাকুলের বলপাই-এ বিজেপি নেতা বিভাস মালিকের নেতৃত্বে একঝাঁক বিজেপি নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। তবে চমকপ্রদ বিষয় হল, অধিকাংশ নেতা-কর্মীই মাথা ন্যাড় হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।  অনুষ্ঠানে ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।

সাংসদ অপরূপা পোদ্দার বলেন, ‘নির্বাচনের আগে এদের নানা প্রলোভন দিয়ে দলবদল করিয়েছিল বিজেপি। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেনি তারা। তাই এরা আবার দলে ফিরতে চায়। আমরা সেই দাবি মেনে নিয়েছি।’

তৃণমূলে যোগ গিয়ে এক বিজেপি কর্মী সংবাদমাধ্যমে জানান, বিজেপিতে গিয়ে তারা ভুল করেছিলেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই মাথা ন্যাড়া হলেন। এখন থেকে তারা তৃণমূলের আদর্শ মেনেই কাজ করবেন।

এনিয়ে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, খানাকুলে বিভাস মালিক সহ কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছে। ওরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল। এখন দেখছে বিজেপিতে এসে কোনও লাভ নেই। আসলে ওরা ইনকাম করার জন্য এসেছিল। এখন ওরা সেটা বুঝতে পেরেছে। এরা কোনও দলের সম্পদ হতে পারে না। এরা ভবঘুরে। এতে দলের কোনও ক্ষতি হবে না। দলের আসল সমর্থকরা এখনও অত্যাচারিত হয়ে বিজেপিতেই রয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭