ইনসাইড গ্রাউন্ড

বড় হারে সিরিজ হাতছাড়া বিবর্ণ টাইগারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

দিনের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। টাইগার বোলাররা অনেকটা সময় পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পেরেছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। কিন্তু বি ডি ভিলিয়ার্স নেমেই পাল্টে দেন সব। বিধ্বংসী ব্যাটিংয়ে এলোমেলো করে দেন বাংলাদেশের বোলিং। তার ১০৪ বলে ১৭৬ রানে অসাধারণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৩৫৩ রান।

কিন্তু  বোলিংয়ের পর হতাশা ব্যাটিংয়েও। তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও মুশফিকের জুটির সময় অবশ্য লড়াইয়ে ছিল বাংলাদেশ। তবে দুজনের কেউ যেতে পারেননি সেঞ্চুরি পর্যন্ত। পরের ব্যাটসম্যানরাও দাঁড়াতে পারেননি কেউ।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, দু প্লেসি ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭*, প্রিটোরিয়াস ০, ফেলুকওয়ায়ো ০*; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।

বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২৪৯ (তামিম ২৩, ইমরুল ৬৮, লিটন ১৪, মুশফিক ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ৩৫, সাব্বির ১৭, নাসির ৩, মাশরাফি ০, তাসকিন ৩*, রুবেল ৮*; রাবাদা ০/৪০, প্যাটারসন ১/৬৭, প্রিটোরিয়াস ২/৪৮, ফেলুকওয়ায়ো ৪/৪০, তাহির ৩/৫০)।

ফেলুকওয়ায়োর শেষ শিকার মাহমুদুল্লাহ 
দারুণ বোলিং আর বাজে শট মিলিয়ে ফেলুকওয়ায়োর আরও একটি উইকেট। মাহমুদউল্লাহকে বোল্ড করে এই পেসার নিলেন ইনিংসে চতুর্থ উইকেট। আবারও সিমে পিচ করে ভেতরে ঢোকা বল। মাহমুদউল্লাহ জায়গায় দাঁড়িয়ে খেললেন ক্রস ব্যাটে। লাইন মিস করে বোল্ড। সময়ের দাবি মেটাতে একদমই ব্যর্থ মাহমুদউল্লাহ। ৩৫ করেছেন ৪৬ বলে। 

শূন্যতে শেষ মাশরাফি
দ্রুত শেষের পথে বাংলাদেশ। নাসিরের পর ওই ওভারেই আউট মাশরাফি। ফেলুকওয়ায়ো নিলেন তিন উইকেট। আবারও ভেতরে ঢোকা বল। মাশরাফি খেলতে চাইলেন লেগ সাইডে। তবে ব্যাটের আগেই বল লাগল প্যাডে। এলবিডব্লিউ শূন্য রানে।

ব্যর্থ নাসির
দলের চাওয়া-পাওয়ার হিসাব শেষ। নিজের জন্য হলেও কিছু করতে পারতেন নাসির হোসেন। কিন্তু ব্যর্থ পুরোপুরি। ফেলুকওয়ায়োর ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে খেলে দৃষ্টিকটুভাবে বোল্ড নাসির।

আরেকবার ব্যর্থ সাব্বির
নিজের শেষ ওভারে আরও একটি উইকেট পেলেন ইমরান তাহির। বাজে শটে আউট সাব্বির রহমান। অফ স্টাম্পের বাইরের বলকে অন সাইডে উড়িয়ে মারতে চাইলেন সাব্বির। বল উঠল স্রেফ আকাশে। বৃত্তের ভেতরই ক্যাচ নিলেন ফাফ দু প্লেসি।

টিকলেন না সাকিব

ইমরুলের পর সাকিবকেও ফিরিয়ে দিলেন ইমরান তাহির। পরপর দুই উইকেট হারিয়ে বাংলাদেশ হজম করল জোর ধাক্কা। আগের ম্যাচে গুগলিতে সাকিবকে আউট করেছিলেন তাহির। এবার জোরের ওপর করা বল। স্লাইডারটি পিচ করে খানিকটা লাফিয়ে বেরিয়েও যাচ্ছিল। থার্ডম্যানে খেলতে গিয়ে সাকিব ক্যাচ দিলেন উইকেটের পেছনে।

অবশেষে আউট ইমরুল  
ইমরুল ও মুশফিকের জুটি যখন শতরানের পথে, তখনই ইমরুলের বিদায়। তাহিরের গুগলি বুঝতে না পেরে ফ্লিক করলেন, ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ শর্ট কাভারে।

লিটন আউট
আবারও ব্যর্থ হলেন লিটন দাস। মাত্র ১৪ রান করে রানাদার বলে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন লিটন। রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজে আসেনি। যার ফলে উইকেটের সঙ্গে সঙ্গে একমাত্র রিভিউটিও হারালো বাংলাদেশ।  

তামিমের বিদায়
প্রথম ওভারের প্রথম স্পেলে চার হজম করে শুরু করেছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। তবে সাফল্যও পেলেন প্রথম ওভারেই। ফিরিয়ে দিলেন তামিম ইকবালকে।

স্টাম্প সোজা বল থার্ডম্যানে খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু বুঝতে পারেননি বলটি ছিল একটু স্লোয়ার। বল লাগে প্যাডে, এলবিডব্লিউ।

স্বস্তির শুরু
রাগিসো রাবাদা শুরু করেছিলেন প্রথম ওভারে মেডেন নিয়ে। তবে এরপর থেকে ভালোই ব্যাট করছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বিধ্বংসী শুরু না হলেও প্রায় বল প্রতি রান তুলছেন দুজন।

৩৫৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা
ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর আর কোনো বাউন্ডারি মারতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে পড়ে দুই উইকেট। শেষ পর্যন্ত থেমেছে তারা ৫০ ওভারে ৩৫৩ রানে। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ এখনও সর্বোচ্চ। বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে সপ্তমবার সাড়ে তিনশর বেশি রান করল কোনো দল।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭