ইনসাইড গ্রাউন্ড

আবারও বিবর্ণ বোলিং এবং ব্যাটসম্যানদের ব্যর্থতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2017


Thumbnail

এমন হার কি সত্যিই গ্রহণযোগ্য কিনা সেটা কোন ভক্তকে জিজ্ঞেস করলে সে এক কথায় উত্তরে “না” বলবে। কারণ গত কয়েক বছরে বাংলাদেশ নিজেদের মাটিতে ভালো করছে। এমনকি বিদেশের মাটিতেও ভালো ফল আসছে। কিন্তু বড় ব্যবধানে খুব একটা হারেনি গত কয়েক বছরে, এমন ফ্ল্যাট পিচে তো নয়ই।

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের পরিপক্কতার গ্রাফ সবসময় উপরের দিকেই উঠছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে সফরের প্রথম থেকে যে মেডিকোর পারফরম্যান্স বাংলাদেশ দল দেখিয়েছে সেটা অবাক করার মত।

ব্যাটসম্যানরা নিজে থেকেই যখন একটু দেখেশুনে খেলবেন না বা বোলারের বুদ্ধি করে বোলিং করার ব্যাপারটা ধরতে পারবেন না তখন সেটা ব্যাটসম্যানের ব্যাটিং স্কিল নিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটায়।

আজ রান পেলেন না তামিম ও সাকিব। ইমরুল কায়েস আর মুশফিকুর রহিম পঞ্চাশের বেশি করেও সেটা ধরে রাখতে পারেননি। উইকেট বিলিয়ে দিয়েছেন। আর নিচের দিকে সাব্বির ও নাসির হোসেনদের অবস্থা আরও করুণ।

কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ১৭ ওভার পর্যন্ত তারা মাত্র তিনটি চার মারতে সক্ষম হয়। তবুও ৫০ ওভার খেলে ৩৫৩ রানের পাহাড় ঠিকই গড়েছিলো প্রোটিয়ারা।

অন্যদিকে বোলিংয়ের অবস্থা ভালো ছিল না একদমই।  প্রোটিয়া পেসাররা তো তাদের স্বভাবসূলভ বল করেছেন বটে। আর বাংলাদেশের বোলাররা সে তুলনায় কিছুই করতে পারেননি। মাশরাফি থেকে শুরু করে তাসকিন, রুবেলরা বেদম মার খেয়েছেন।

যতকিছুই হোক দলের এই করুণ সময়েই কষ্ট গুলোকে শক্তিতে রুপান্তর করতে হবে। এবং ভুল গুলো শুধরে নিয়ে সিরিজের শেষ ম্যাচে ভালো করার চেষ্টা অব্যাহত রাখা জরুরি। যা পরের ম্যাচে জয় নিয়ে আসবে ও ভক্তদের মুখে এক চিলতে হাসি ফিরিয়ে দিবে। এই সফরে কিছু অর্জন হলেও ঝুলিতে যোগ হবে টাইগারদের। আর সেটাই দিনশেষে ১৬ কোটি ভক্তের একমাত্র চাওয়া।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭