ইনসাইড গ্রাউন্ড

হ্যাজার্ডে রক্ষা চেলসির, ম্যান ইউয়ের কষ্টার্জিত জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2017


Thumbnail

চেলসি-রোমা
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। খেলায় টুইস্টের শুরু ডেভিড লুইজের গোলের মাধ্যমে। তিনি দলকে ১১ মিনিটের সময় গোল করে এগিয়ে নেন। রোমাও এরপর গোল পরিশোধে উঠেপড়ে লাগে।

কিন্তু এর মাঝে ৩৭ মিনিটের সময় আরেক গোল করে দলের লিড বাড়িয়ে দ্বিগুণ করেন এডেন হ্যাজার্ড। আর ৪০ মিনিটে ফ্রি-কিক থেকে রোমা ডিফেন্ডার কোলারভ গোল করে দলকে খেলায় রাখেন। কিন্তু খেলার সব টুইস্ট বাকি ছিল দ্বিতীয়ার্ধে।

৬৪ এবং ৭০ মিনিটের সময় স্ট্রাইকার এডেন জেকো পরপর দুই গোল দিয়ে বসেন। তাতে লিডও পায় রোমা কিন্তু শেষমেষ ৭৫ মিনিটের সময় রোমাকে জয় উদযাপন থেকে বঞ্চিত করে খেলায় দলকে আবারও সমতায় ফেরান চেলসির বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড। এরপর আর কোন গোল না হলে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো চেলসি।   

বেনফিকা-ম্যানচেস্টার ইউনাইটেড
মোরিনহোর ম্যান ইউয়ের মাঠে নামা মানেই ম্যাচে একটি ক্লিনশিট অর্জন। ঠিক তেমনি গতরাতেও তাই হয়েছে। বেনফিকাকে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ রেড ডেভিলরা।

খেলার শুরু থেকেই ইউনাইটেডকে বেশ কঠিন পরীক্ষায় ফেলছিল বেনফিকা। তাই গোল পেতে কিছুটা সমস্যা হচ্ছিল। কিন্তু ইনজুরি আক্রান্ত মিডফিল্ড নিয়েও যেকোন ভাবে ম্যাচ বের করে আনা যায় সেটা আবারও দেখালেন মরিনহো। ৬৪ মিনিটে রাশফোর্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন। পুরো ম্যচে শুধুমাত্র এই একটি গোলই হয়েছে। এই জয়ে রেড ডেভিলরা নিজেদের গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭